টাইটেনিয়াম বনাম স্টেইনলেস স্টিল ঘড়ি ।

ঘড়ি কেনার সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়। সবার ক্ষেত্রেই যেটা প্রযোজ্য সেটা হচ্ছে এটা অবশ্যই পরতে আরামদায়ক হতে হবে। তবে কিছু লোক ঘড়িটি কেমন দেখাচ্ছে সেটা নিয়েই ভাবে, পরতে আরামদায়ক কিনা তা নিয়ে তাদের মাথা ব্যাথা নেই। অধিকাংশ ঘড়িই স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয় তবে এখন অনেকেই টাইটেনিয়ামের ঘড়ির দিকে ও ঝুকছে, বিশেষত স্পোর্টস স্টাইল ঘড়ি যেগুলো পানির মধ্যে পরার উপযোগী করে বানানো হয়। টাইটেনিয়াম ও স্টেইনলেস স্টিলের মধ্যে পার্থক্য বোজা আপনাকে আপনার উপযোগী ঘড়িটি পছন্দ করতে সহায়তা করবে ।

231737_L_1

ঘড়ির বিভিন্ন ফোরামগুলোতে টাইটেনিয়াম না স্টেইলনেস স্টিল ঘড়ি ক্রয়, এটা একটি সাধারন টপিক। সেখানে প্রচুর তথ্য থাকে যেখান তথ্য নিয়ে একজন তার নিজের জন্য সেরা ঘড়িটি বেছে নিতে পারেন।

টাইটেনিয়াম ঘড়ি

টাইটেনিয়ামের ঘড়ি স্টেইনলেস স্টিল ঘড়ির তুলনায় ৩০ শতাংশ বেশি শক্তিশালী একই সাথে এর ওজনও কম। টাইটেনিয়াম ধুসর রঙয়ের এক ধরনের উপাদান যা বালিতে রক্ষিত থাকে বা পাহাড়ে পাওয়া যায়। এটি প্রধানত নাসা তাদের স্পেস ও এয়ার ক্র্যাফট বানাতে ব্যাবহার করে, তবে এখন এটি নানা কাজে ব্যবহার করা হয়। হালকা ওজনের বাইরেও এর আরেকটি সুবিধা হচ্ছে এটিতে অক্সাইড ফিল্ম থাকে তাই জং বা মরিচা পরে না। ফলে এটি পানির নিচে বা রুক্ষ পরিবেশে পরার জন্য তৈরি করা ঘড়িতে ব্যাবহার করা হয়ে থাকে। এর বাইরে এই ধাতব উপাদানটি  অ্যালার্জিক নয় তাই এ উপাদান দিয়ে বানানো ঘড়ি চামড়াতে কম যন্ত্রণা বা জ্বালাতন করে ।

casio-original-edifice-ef-343bk-1a-mens-black-stainless-steel-watch-onsalewatches-1304-12-OnSaleWatches@18

স্টেইলনেস স্টিল ঘড়ি

ক্লাসিক ঘড়ি ছাড়া প্রায় সব ঘড়িতে স্টেইলনেস স্টিল ব্যাবহার করা হয়ে থাকে। যেসব ঘড়ি টাইটেনিয়াম দিয়ে বানানো হয়, সেগুলো পেতে ব্যাবহারকারিকে সাধারন ঘড়ির চাইতে একটু বেশি অর্থ ব্যায়ের জন্য প্রস্তুত থাকতে হয় কেননা টাইটেনিয়াম দামী একটি ধাতু। স্টেইনলেস স্টিলের ঘড়ির মোড়ক মেরামত করা যায় এবং কোন দাগ ও সহজেই মুছে ফেলা সম্ভব। টাইটেনিয়ামের মোড়ক কোনভাবেই মেরামত করা যায় না আবার দাগ মুছে ফেলা ও কঠিন। আর আপনি যদি ভবিষ্যৎতে আপনার ঘড়িটিকে সোনার আবরণ দিয়ে ঢাকতে চান সেটা শুধুমাত্র স্টেইলনেস স্টিল ঘড়িতেই সম্ভব, টাইটেনিয়াম ঘড়িতে নয় ।

কিভাবে সবচেয়ে ভাল ঘড়িটি বেছে নিবেন

casio-4314-106901-1-product

টাইটেনিইয়াম না স্টেইনলেস স্টিল এটাই হয়ত আপনার পছন্দের অন্যতম বিষয়। অন্যান্য ফ্যাক্টরগুলো হতে পারে ঘড়ির বিভিন্ন ফিচার, ধরন, রং ইত্যাদি। একজন ঘড়ি ক্রেতা এসব তথ্য চিহ্নিত করার পর প্রত্যেক ব্র্যান্ডের ঘড়ি তাদের বিভিন্ন ধরন অনুসারে ভাগ করে সেখান থেকে তার পছন্দকে আরো ছোট করে আনতে পারেন।

ক্লাসিক দেখতে স্টেইনলেস স্টিল বা সমসাময়িক টাইটেনিয়াম এই দুটো ও ঘড়ি বেছে নেবার অন্যতম ফ্যাক্টর। যাই হোক ঘড়ি বেছে নিতে আরো যেসব বিষয় বিবেচনায় আনা উচিতঃ

সিরিয়াল নাম্বারের গুরুত্বঃ

8525021

সব প্রিমিয়াম ঘড়িতেই সিরিয়াল নাম্বার থাকে, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এটা টেলিভিশনের থাকা সিরিয়াল নাম্বার দেখে যেভাবে তাদের উৎপাদনকারী চিহ্নিত করা হয় ঠিক একি রকমভাবে ঘড়ির সিরিয়াল নাম্বার ও কাজ করে। এটি বৈধভাবে ঘড়ি কিনতে সহায়তা করে।

টাইটেনিয়াম বাজারে আসার পর তাদের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু এখনো স্টেইনলেস স্টিল ঘড়ির তুলনায় অনেক পিছিয়ে আছে বিশেষত যখন হাই এন্ড ব্র্যান্ড ঘড়ির কথা আসে ।