What is DropShipping Business How to start in Bangladesh

Drop Shipping Business in Bangladesh- DropShop

বাংলাদেশে সর্বপ্রথম রেডি স্টক প্রোডাক্ট নিয়ে ড্রপ-শিপিং শুরু করেছে বিডিশপ.কমের নিজস্ব প্রতিষ্ঠান DropShop.com.bd

যেখানে চায়না থেকে প্রোডাক্ট ড্রপ শিপিং করতে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে সেখানে এই প্রথম একদম রেডি স্টক প্রোডাক্ট থেকে ড্রপ-শিপিং বিজনেস করার সুযোগ পাচ্ছেন সবাই। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই এই বিজনেস শুরু করা সম্ভব। চলুন জেনে নেই ড্রপ-শিপিং বিজনেস সম্পর্কে বেশ কিছু ইম্পরট্যান্ট তথ্য।

  • ড্রপ-শিপিং বিজনেস কি?

ড্রপ শিপিং বিজনেস হলো একটি ই-কমার্স মডেল যেখানে আপনি কোনো পণ্য নিজে স্টক না করে এবং ইনভেন্টরির জন্য কোন ইনভেস্ট না করে, বরং আপনি আপনার কাস্টমারদের অন্য কোনো সরবরাহকারী বা উৎপাদনকারীর সাথে সম্পর্ক স্থাপিত করে আপনার কাস্টমারদের পণ্য সরবরাহ নিশ্চিত করেন।

এতদিন চায়না থেকে সবাই ড্রপ-শিপিং বিজনেস করলেও ৪৫-৬০ দিন অপেক্ষা করে প্রোডাক্ট ডেলিভারিতে অনেক জটিলতার কারণে প্রচুর অর্ডার ক্যান্সেল হত যার ফলে বাংলাদেশে এই মডেলে বিজনেস এতদিন আগাতে পারেনি। কিন্তু আপনারা হয়ত জানেন বিডিশপ ৯ বছরের বেশী সময় ধরে রেডি স্টক প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে এবং আমরা আপনাকে আমাদের রেডি স্টক প্রোডাক্ট ড্রপ-শিপিং এর জন্য সহযোগিতা করতে চাই।

এক্ষেত্রে বিডিশপ আপনাকে রেডি স্টক প্রোডাক্ট থেকে আপনার নিজের কাছে স্টক না রেখে এবং ইনভেস্ট ছাড়া বিজনেস করে প্রফিট করার সুযোগ করে দিচ্ছে! বিডিশপের ড্রপ শিপিং প্লাটফর্মের লিঙ্ক- DropShop.com.bd

Drop Shipping Model
  • ড্রপ-শপে কিভাবে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করবো?

আপনার যদি অলরেডি ফেইসবুক পেজ, গ্রুপ বা ইউটিউব চ্যানেল থাকে বা ফিজিক্যাল শপ থাকে এবং মার্কেটিং সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, সেক্ষেত্রে ড্রপ-শপে মাত্র ১০০০ টাকা ডিপোজিট এবং কিছু তথ্য যেমন- আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ঠিকানা, শপ বা ফেইসবুক পেজের লিঙ্ক ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যেই আপনার রিসেলার একাউন্টটি একটিভ করে দেয়া হবে। ডিপোজিট ছাড়া একাউন্ট এপ্রুভ করা হবেনা এবং সেটি আপনাদের সাথে সাধারণ ক্রেতাদের পার্থক্য তৈরি করার জন্যই করা হয়েছে।

  • কিভাবে নতুন কাস্টমার অ্যাড করবো?

আপনার শপ সেটআপ হয়ে গেলে আপনি রিসেলার প্যানেল থেকে “আমার কাস্টমারগন” নামে একটি সেকশন পাবেন যেখান থেকে “অ্যাড” বাটনে ক্লিক করে কাস্টমারের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নতুন কাস্টমার অ্যাড হয়ে যাবে। একবার অ্যাড করে নিলে এর পরে এই তথ্য দিয়েই যতবার খুশি তার জন্য অর্ডার প্লেস করতে পারবেন। বারবার নতুন করে আর তথ্য দিতে হবেনা।

  • কিভাবে নতুন অর্ডার সাবমিট করবো?

আপনার কাস্টমারের তথ্য অ্যাড করার পরে কাস্টমার সেকশন থেকে যে কাস্টমারের জন্য অর্ডার প্লেস করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিয়ে বা লিস্ট থেকে সরাসরি “Shop as Customer” বাটনে ক্লিক করে যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্ট পেজে কত টাকা প্রফিটে সেল করতে চান সেটি সেট করে অ্যাড টু কার্ট করে চেকাউট করুন।

  • অর্ডার সাবমিট করতে কত টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে?

প্রতিটি অর্ডার সাবমিট করার ক্ষেত্রে ঢাকা বা ঢাকার বাইরে সারা বাংলাদেশের জন্য ফ্ল্যাট রেট হয় ১০০ টাকা বা ফুল পেমেন্ট অগ্রিম করে অর্ডার সাবমিট করতে পারবেন। পেমেন্ট ছাড়া কোন অর্ডার কনফার্ম করা হবেনা। তাই আপনিও আপনার কাস্টমার থেকে হয় ১০০ টাকা বা ফুল পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এতে করে অর্ডার ক্যান্সেল প্রায় রেট অনেক কমে যাবে এবং আপনার প্রফিট মার্জিন বাড়বে।

  • সিকুরিটি মানি সম্পর্কে জানতে চাই!

জেনারেল কাস্টমার এবং রিসেলারদের মধ্যে আলাদা করে সেগমেন্ট করতে খুব ছোট্ট একটি এমাউন্ট ১০০০ টাকা সিকুরিটি হিসাবে জমা রাখা হবে। প্রতিমাসে অন্তত ৫ টি অর্ডার এভারেজে প্লেস করা সাপেক্ষে একাউন্ট একটিভ থাকবে। ৬ মাসে অন্তত ১০০ টি অর্ডার (৫০ হাজার টাকা সমমূল্য) সাকসেসফুল্লি ডেলিভারি হলে সিকুরিটি ডিপোজিটের টাকা সেই সাথে আরও ১০০% বোনাস মানে ১০০০+১০০০ টাকা = ২০০০ টাকা বোনাস দেয়া হবে (মিনিমাম সিকুরিটি ডিপোজিট ১০০০ টাকা থাকবে বাকি ১০০০ টাকা তুলে নিতে পারবেন)। আর যদি ৬ মাসে ৫০ টি অর্ডার (২০ হাজার টাকা সমমূল্য) না ডেলিভারি হয় তাহলে সেই ডিপোজিটের টাকা সার্ভিস চার্জ হিসাবে এডজাস্ট করে নেয়া হবে (যেহেতু আমরা বেশ কিছু সার্ভিসের জন্য কোন এক্সট্রা চার্জ করছিনা তাই যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের থেকে এই সার্ভিস চার্জ এডজাস্ট করে নেয়া হবে। আমাদের সার্ভিসের মধ্যে- Printing cartridge, Paper, Delivery Box, Scotch tape, Wrapping, Courier COD Charge, Return fee, Product Damage risk, manpower ইত্যাদি)

  • অর্ডার করা প্রোডাক্টের ইনভয়েস কি আমার শপের নামে হবে?

ড্রপ-শিপিং মানেই হলো সব কিছুই আপনার নামে হবে অর্থাৎ ইনভয়েস আপনার ষ্টোরের নামে হবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দেয়া থাকবে। কাস্টমারের প্রয়োজন হলে সে যাতে আপনার সাথেই যোগাযোগ করতে পারে। আপনার প্রোডাক্ট নিয়ে কোন ইনভেস্ট লাগছে না, কুরিয়ার বা ডেলিভারি নিয়ে কোন হেসেল পোহাতে হচ্ছেনা এগুলি সব আমরাই সাপোর্ট দেবো আপনি শুধু মার্কেটিং করে অনলাইন বা অফলাইন থেকে অর্ডার নিয়ে আমাদের প্যানেলে সাবমিট করবেন বাকি সব আমরাই করে দেবো আপনার হয়ে।

  • অর্ডার করা প্রোডাক্ট কোন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হবে?

ড্রপ-শপের অর্ডার করা প্রোডাক্ট এখন শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশের গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে (তবে সেন্টমার্টিন, টেকনাফের কিছু দুর্গম এলাকা এছাড়াও যেসকল গ্রামে চলাচলের জন্য রাস্তা খুবই দুর্গম সেগুলি বাদে)।

ডেলিভারি সংক্রান্ত তথ্যের জন্য পাঠাও কুরিয়ারের হেল্প লাইন নাম্বার- 09610003030 –এ কল করেও আপনার পার্সেলের অবস্থা বা অভিযোগ করতে পারেন।

  • ঢাকায় এবং ঢাকার বাইরে কুরিয়ার চার্জ কত টাকা?
  1. ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৬০ টাকা)
  2. সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ (১০০ টাকা)
  3. সারা বাংলাদেশ (১২০ টাকা )
  • আমি কি কুরিয়ারের পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবো?

জি পারবেন! পাঠাও কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার পার্সেল এখন কোথায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা। ডেলিভারির আগে কাস্টমারের নাম্বারে এসএমএস এর মাধ্যমে ডেলিভারির তথ্য জানিয়ে দেয়া হয়।

  • অর্ডার বুকিং এর কত দিনের মধ্যে ডেলিভারি হবে?

সাধারণত, অর্ডার বুকিং করার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় এবং ৪৮-৯৬ ঘণ্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, রাজনৈতিক সমাবেশ বা নির্বাচন ইটারই কারণে এর থেকেও কিছুটা সময় বেশী লাগতে পারে।

  • আমি কি আমার পছন্দমত দামে প্রোডাক্ট সেল করতে পারবো?

জি পারবেন! আমাদের লিস্টের যেকোনো প্রোডাক্ট আপনি আপনার মত দাম সেট করে সেল করতে পারবেন। তবে সব প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের সাজেস্টেড প্রাইস দেয়া থাকবে। তবে প্রোডাক্ট মার্কেট প্রাইসের থেকে খুব কমে সেল করা যাবেনা। মার্কেটিং করে প্রফিট আর্নিং করাই মুল উদ্দেশ্য কম দামে সেল করে মার্কেট নষ্ট করা নয়।

  • কাস্টমার প্রোডাক্ট ডেলিভারি রিসিভ না করলে কি করনীয়?

ফেক অর্ডার এভোয়েড করার জন্য আমরা আমাদের রিসেলারদের প্রতিটি অর্ডারের বিপরীতে অবশ্যই অন্ততপক্ষে ১০০ টাকা বা ফুল পেমেন্ট অগ্রিম নেয়ার জন্য উৎসাহিত করি। অগ্রিম পেমেন্ট করা থাকলে কাস্টমার দ্রুত অর্ডার ডেলিভারি নেবে, অর্ডার ক্যান্সেল হবেনা এবং আপনার প্রফিট আর্নিং করা সহজ হবে।

এমন আরও অনেক তথ্য দিয়ে সাজানো হচ্ছে আমাদের ড্রপ-শিপিং প্ল্যাটফর্ম- সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে!