এক রিমোটে কন্ট্রোল করুন ৩টি ডিভাইস
যাদের বাসায় স্মার্ট টিভি আছে, সেই সাথে আকাশ বা অন্য কোন DTH সেট টপ বক্স আছে সেই সাথে আছে কোন ভালো হোম থিয়েটার বা সাউন্ড বক্স- কিন্তু সবগুলি চালাতে লাগে আলাদা আলাদা রিমোট। অনেক সময়ই একটা রিমোট পাউয়া যায় তো অন্যটা মিলে না আবার একটার ব্যাটারি ভালো থাকে তো অন্যটার শেষ এই ধরনের হাজারো সমস্যা দুর করতে নিয়ে এসেছি একটি সমাধান। কথা বলছি L336 লার্নিং রিমোটের। গত কয়েক বছর ধরে এই রিমোট ব্যবহার ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকে কিনেছেন কিন্তু কিভাবে সেট করবেন তা বুঝতে পারছেন না। তাদের জন্য এই পোস্ট।
প্রথমেই বলে রাখি এটা ইউনিভার্সাল রিমোট না, এটা লার্নিং রিমোট। ইউনিভার্সাল রিমোটে কিছু রিমোট এর কী ম্যাপ আগেই সেট করা থাকে। তবে এই রিমোট লার্নিং হওয়ায় এতে কোন কি ম্যাপ আগে থেকে দেওয়া থাকে না। প্রতিটি কী এক্সিস্টিং রিমোট থেকে কপি করে নিতে হয়। স্টেপ বাই স্টেপ বলার চেস্টা করছি-
১) এই রিমোটে টোটাল ৩টি প্রোফাইল কপি করা যেতে পারে। টিভি, সেট টপ বক্স, ডিভিডি সহ যেকোন আই আর রিমোট কপি করা যায়।
২) দুটো রিমোটের সেন্সর একটার সামনে আরেকটা ২ থেকে ৩সেমি দূরত্বে রাখতে হবে।
৩) রিমোটের উপরে ৩টি প্রোফাইল বাটন নীল রঙের। প্রথমে যে প্রোফাইল সেট করতে চান সেটায় প্রেস করে হোল্ড করুন। তাতে রিমোটের উপরে থাকা এলইডি জ্বলবে। আমরা প্রথমে টিভির রিমোট কপি করবো তাই টিভি বাটন প্রেস করবো।
৪) এবার যে বাটন কপি করতে চান সেই বাটন প্রেস করুন। মনে করুন ভলিউম আপ বাটন কপি করতে চান। তাহলে লার্নিং রিমোটের ভলিউম আপ কি প্রেস করুন এর পর অরিজিনাল রিমোটের ভলিউম আপ বাটন প্রেস করুন। কপি হয়ে যাওয়ার পরে লার্নিং রিমোটে এলইডি সংকেত দেবে। এভাবে একে একে সকল বাটন কপি করে নিন। কিছু সময় অপেক্ষা করলে এলইডি অফ হয়ে যাবে। এর অর্থ আপনার সেটিং সেভ হয়ে গিয়েছে।
৪) এবার স্যাট বাটন প্রেস করে আকাশ/এসটিবির রিমোট এর বাটন গুলো কপি করে নিন।
৫) আকাশের সকল বাটন প্রেস করা হয়ে গেলে আমাদের লার্নিং রিমোট কাজ করার জন্য রেডি।
যখন টিভি কন্ট্রোল করতে হবে টিভি বাটনে প্রেস করে টিভি প্রোফাইল একটিভ করে কাজ করুন। এসটিবি প্রেস করে আকাশ কন্ট্রোল করুন।
যদি কোন বাটন সফলভাবে কপি না হয়ে থাকে তাহলে শুধু ঐ বাটন কপি করে নিন। ধরুন আকাশের মেনু বাটন কপি হয়নি এজন্য আপনাকে উপরের তিনটি বাটনের যে বাটনে আকাশ রিমোট সেটি প্রেস করে ধরে রাখুন প্রথমের মতো। এবার লার্নিং রিমোটের মেনু বাটন চাপুন ও পরে আকাশ এসটিবির রিমোটের মেনু চেপে কপি করে নিন। এভাবে যেগুলো মিসিং হয়েছে সেগুলো কপি করে নিন।
এক রিমোট দিয়ে ৩ টি রিমোট এর কাজ করতে পারবেন অথবা চাইলে ব্যাকআপ রিমোট হিসাবেও ব্যবহার করতে পারেন। অরিজিনাল রিমোটগুলি উঠিয়ে রাখুন যাতে দরকার হলে আবার লার্নিং রিমোট এর কাজে ব্যবহার করা যায়। অরিজিনাল রিমোটের দাম অনেক আবার অনেক ক্ষেত্রে অরিজিনাল পাওয়াও যায়না- যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য রিমোট হারানো বা বাসা থেকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়া একদম কমন একটি ব্যাপার। এই লার্নিং রিমোট ব্যবহার করে এই সব সমস্যার সমাধান করতে পারেন মাত্র ৩০০ টাকায়!
অর্ডার করতে এখনি ভিজিট করুন @ https://www.bdshop.com/l336-learning-remote