Casio Vibration Watch W-735H Series Video Review
Casio ভাইব্রেশন অ্যালার্ম ঘড়ির কথা অনেকেই শুনেছেন আবার অনেকেই প্রশ্ন করেছেন এটি কিভাবে কাজ করে। তার উত্তরে আমরা এতদিন শুধু বলতে পেরেছি হাঁ কাজ করে কিন্তু কিভাবে কাজ করে তা সত্যিই বলে বুঝানো অনেকটাই দুরুহ ছিল তাই আমরা ভাবছিলাম যদি কোন ভিডিও তৈরি করা যায় যাতে অ্যালার্ম/ ভাইব্রেশন অ্যালার্ম সেট করা থেকে শুরু করে ভাইব্রেশন কিভাবে কাজ করে তা দেখানো যেত তাহলে ব্যাপারটি প্রায় সবার কাছেই ক্লিয়ার হত। সেই ভাবনা থেকেই মুলত আমাদের এই প্রচেষ্টা। যদিও শুধুমাত্র অ্যালার্ম ও ভাইব্রাশন অ্যালার্ম এর ফাংশন টিই দেখানো হয়েছে এই ভিডিও তে। আরও অনেক ফাংশন জেগুল হয়ত দেখানো গেলে আরও ভালো হত। জানিনা কতটুকু সফল বা তুলে ধরতে পেরেছি তবে আমাদের চেষ্টার ঘাটতি ছিলোনা সেটি একবার হলেও বলবো বাকিটা আপনাদের উপরেই ছাড়ছি। আপনাদের ফিডব্যাক পেলে আমরা আমাদের পরবর্তী ভিডিও গুলো আরও ইনফরমেটিভ করার চেষ্টা করবো। ভালো লাগুক মন্দ লাগুক বা কোন সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। অন্য আরও কোন ফাংশন সমন্ধে জানার থাকলে তাউ জানাতে পারেন আমাদের। ভিডিও টি দেখে, আপনার মূল্যবান মতামতের জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।