Boishakhi Collection 2015 (Boishakhi Mug)

Boishakhi Mug

Special Design of Boishakhi Mug made for Pohela Boishakh 2015:

মগ অনেক আগে থেকেই অনেক শুন্দর একটি রিজনেবল গিফট আইটেম। মগ এমন একটি গিফট যা নিত্যপ্রয়োজনীয়। দাম ও যেরকম হাতের নাগালে আর সবচাইতে বড় কথা হল যাকে দেবেন তার কাজে লাগবে। প্রতিবার ব্যাবহারের সময় আপনাকে মনে পরবে। অনেক সময় অনেক দামি গিফট ও শুধু শোকেস এ সাজিয়ে রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু মগ এমন একটি গিফট হতে পারে যা আপনার বা আপনার কোন প্রিয়জনের হতে পারে নিত্যদিনের সঙ্গী।

মগ নিয়ে অনেক কথাই বলা যায়, অনেকের বড় মগে বেশি চা/ কফি না খেলে হয় না আবার অনেকের চাই সুন্দর মগে। বাসার ছোট বাচ্ছা থেকে শুরু করে বয়স্ক সবারই চাই সুন্দর একটি মগ। অনেকে আবার মগ এর কালেকশন ও করে থাকেন। যখন যেখানে কোন সুন্দর মগ দেখেন কিনে রাখেন তার কালেকশন এ। মগ শুধু যে চা কফি খাবার মধ্যেই সীমাবদ্ধ নেই তা অনেকের শো কেস দেখলেউ কিছুটা আন্দাজ করা যায়।

ছিরামিক এর উপর শৈল্পিক ডিজাইন এর কারনে প্রায়শই মগে ফুটে উথে শিল্পের ছোঁয়া। সেই শৈল্পিক ধারনা থেকেই আমাদের BDSHOP.com এর পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। এই বৈশাখে আমরা এনেছি ২২ টি আকর্ষণীয় ডিজাইন এর উন্নতমানের মগ। যা আপনাকে এই বৈশাখের আনন্দ আরও কয়েকধাপ বাড়িয়ে দেবে। আমাদের বৈশাখী কালেকশন দেখতে ভিজিট করুন http://www.bdshop.com/boishakhi-collection

নিছে সকল মগ এর ছবি দেয়া হল। আসা করি সবার মতামত জানতে পারলে আমরা আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।

Boishakhi Collection 2015- Special Design of Mug Album: