গত পর্বের বিজয়ী ফারজানা দীপ্তি এসেছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে আমাদের BDSHOP.com অফিস এ Gift Collection এর জন্য। সাথে এসেছিল তাদের ১৩/১৪ মাসের কিউট ছেলেটিও। গিফট পেলে সবারই ভালো লাগে বিশেষত ছোটদের তা এই ছবিগুলো দেখলেই স্পস্ত বোঝা যায়। এসেছিলেন ফারজানা দীপ্তিও কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে নারাজ তাই তার পক্ষে তার ছেলে ও স্বামী উপহারটি গ্রহন করেন। সুন্দর একটি গিফট বক্স এ রেপিং করে দেবার কথা ছিল কিন্তু তাদের অন্য কিছু পারসোনাল কাজের তাড়া থাকায় তা আর করা হয়ে উঠেনি। এখানে একদম কোন প্রকার আড়ম্বর ছাড়াই হয়ে গেলো আমাদের পুরস্কার বিতরণ। যদিও উপহারটি খুলে প্রথমেই রিকুয়েস্ট করেন ঘড়িটির টাইম সেট করে দেবার জন্য। আর আমরা সেটি সব খত্রেই করে থাকি। এ বিশয় এ বিস্তারিত অন্য একটি পোস্ট এ লিখব আসা করি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ইভেন্ট এ অংশ গ্রহনের জন্য আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সুভকামনা। ভালো থাকবেন সবাই। আমাদের সাথেই থাকবেন।
Winner Collect the Gift
