ঘড়ি কেনার গাইডলাইন । (পর্ব – ১)

ঘড়ি কি শুধুই টাইম দেখার জন্য? এখন শুধু সময় দেখার জন্য কেউই মনে হয় হাত ঘড়ি কিনে না। যে যেকারণেই ঘড়ি কিনুন না কেন এখন ঘড়ি হচ্ছে বর্তমান স্টাইল ও স্ট্যাটাস এর নিদর্শন। আপনার হাতের একটি কোয়ালিটি গড়ি আপনার পারসোনালিটির প্রকাশ করে।   সময় বলে দেয়া ছাড়াও ঘড়ি অনেক কিছুই করে থাকে, ঘড়ি এখন একটি শক্তিশালী ফ্যাশন উপকরনও বটে। একজন ঘড়ি ব্যাবহারকারী সোনা বা টাইটেনিয়ামের জাকজমকপূর্ণ বিলাসবভুল ঘড়ি পছন্দ করতে পারেন অথবা বিবাহের অতিথিদের উপহার হিসেবে দিতে পারেন ক্যাসিও পকেট ঘড়ি। অনলাইন বা অফলাইনে নারী ও পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন দামের ঘড়ির বিশাল সংগ্রহ। তবে ঘড়ি কেনার পূর্বে ধরন, উপাদান ও ফিচার ঠিক করে নেয়া জরুরী। এখানে কিভাবে আপনি আপনার সাধ ও সাধ্যের মধ্যে আপনার পছন্দের ঘড়িটি ক্রয় করতে পারেন সে সম্পর্কে কিছু টিপস দেয়া হল।

Watch buying tips

ঘড়ির ধরনঃ

যে উপায়ে একটি ঘড়ি সময় রেখে চলে তাকে বলে মুভমেন্ট। প্রথমেই ঠিক করুন আপনি কি ধরনের রিস্ট ওয়াচ চাচ্ছেন না পকেট ওয়াচ ? ব্যাটারি চালিত কোয়াটজ মুভমেন্ট নাকি মেকানিজম মুভমেন্ট যা ওয়িন্ডিং দিয়ে চালিত হয়  এর বাইরে আছে ডিজিটাল ঘড়ি যাতে রয়েছে সকল বর্তমান সুবিধা।

কোয়ার্টজ ওয়াচঃ

Quartz Watch Movement

ওয়াচ মুভমেন্টের মধ্যে সবচেয়ে সাধারন বিষয়টি হল কোয়াটজ মুভমেন্ট সঠিকতা ও স্থিতিশীলতা অফার করে। একটি ছোট এক টুকরা কোয়াটজ অছিলেটেস সঠিক সময় নিশ্চিত করতে প্রতি সেকেন্ডে ৩২,০০০ ভাইব্রেশান দেয়। এতে করে খুব সহজেই এটি বোজা যায় কেন একটি কোয়াটজ ঘড়ি মাসে মাত্র ১০ সেকেন্ড সময় হারায়। আর এ ঘড়িতে ওয়িন্ডিংয়ের দরকার নেই। ১ বা ২ বছরে ১ বার ব্যাটারি পরিবর্তনের দরকার পরে । কোয়াটজ ঘড়ি হতে পারে বিভিন্ন স্টাইলের যেমনঃ এনালগ ,ডিজিটাল, এনা-ডিজি ।

ম্যাকানিজম ওয়াচঃ

Watch Mechanism

এ ধরনের ঘড়ি এতিহ্যগত শৈল্পিক নিপুনতা প্রদর্শন করে। দাম ও কোয়ার্টজের তুলনায় কিছু বেশি কেননা এরকম একটি জটিল ও মুল্যবান ঘড়ি বানাতে অনেক দক্ষতা ও পরিশ্রমের দরকার পরে। এগুলো একটি স্প্রিংয়ের উপর নির্ভর করে যা অছিলেটরে শক্তি প্রদান করে । হুইল অছিলেটরে ঘন্টায় ২৮,০০০ কম্পন প্রদান করে। তার মানে একটি ঘড়ি মাসে কয়েক মিনিট হারিয়ে ফেলতে পারে । মেকানিজম ওয়াচ অটোমেটিক ও ম্যানুয়াল এই দুই ফর্মে পাওয়া যায় ।

ডিজিটাল ঘড়িঃ

এই ঘড়িগুলো ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে সময়, ক্যালেন্ডার, অ্যালার্ম, স্টপ ওয়াচ সহ আরও অনেক ফাংশন। ডিজিটাল ঘড়িতে এনালগ ঘড়ির থেকে অনেক বেশি ফিচার থাকে। ডিজিটাল ঘড়িতে ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে সকল তথ্য দেখানো হয়। ডিজিটাল ঘড়ির সবচাইতে Latest invention হচ্ছে Smart Watches. যা আমাদের দৈনন্দিন জীবনকে করেছে অনেক বেশি গতিশীল ও একটিভ। যা মোবাইল টেকনোলজি এর সাথে সরাসরি সিঙ্ক করার অপশন যা হাত ঘড়িকে দিয়েছে এক নতুন দিগন্ত।

উপাদানঃ

ডিজাইন, স্টাইল , ও স্থায়িত্ব অনুসারে ঘড়ির ফেস ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যক্রমের সাথে মিল রেখে পোশাকের সাথে সাথে ঘড়ির ফেসেও আসে পরিবর্তন । আরেকটি বিষয় যেটাও মনে রাখা জরুরী তা হল, ঘড়ির ব্যান্ড । একটি রিস্ট ওয়াচ ব্যান্ড একটি ঘড়িকে আমুল বদলে দিতে পারে। এগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমনঃ ব্রেসলেট (কোন ধাতু দিয়ে তৈরি ) এবং স্টারপ্স (প্লাস্টিক, রাবার বা চামড়ার তৈরি )। কিছু ব্যান্ড খুবই সহজেই পরিবর্তন করা যায় ।

ব্র্যান্ডঃ

একটি ব্র্যান্ডের ঘড়ির দাম নির্ভর করে সেটি নতুন বা পুরনো তার উপর । সবচেয়ে পরিচিত ব্র্যান্ড যেমন রোলেক্স ,এক ধরনের প্রেস্টিজ ফ্যাক্টর হিসেবে কাজ করে। অন্য সব বহন করে তাদের নিভরশীলতা, টিকে থাকার সক্ষমতা বা সুক্ষ ইঞ্জিনিয়ারিংয়ের উপর । কিছু ঘড়ি তার ক্লায়েণ্টকে সময় বলে দেবার সাথে সাথে তাপমাত্রার রেটও বলে দিতে সক্ষম । সঠিক ঘড়ি নির্বাচনে ব্র্যান্ড একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আপনি কি এন্ট্রি লেভেলর কোন ঘড়ি চাচ্ছেন ? নাকি হাই এন্ড কোন লাক্সারি ঘড়ি চাচ্ছেন ?

ঘড়ি কেনার গাইডলাইন । (পর্ব – ২)