Top 5 Smart Gadgets You Should buy in 2018

Top 5 Smart Gadgets

অনেক টাকা খরচ করে দামি মোবাইল কিংবা স্মার্ট টিভি কিনে আপনি কি সেই ডিভাইস এর অপটিমাম ব্যবহার করতে পারছেন?  প্রতিটি প্রোডাক্ট এরই অনেক হিডেন পাউয়ার থাকে যা অন্য কিছু ডিভাইস এর মাধ্যমে একটিভ করতে হয়। যদি আপনি আপনার ডিভাইসকে আরও বেশি পাউয়ারফুল এবং এক্সট্রা অরডিনারি করতে চান তাহলে এই Top 5 Smart Gadgets আপনার জন্য নতুন কিছু নিয়ে অপেক্ষা করছে।

আজ আমরা এমন ৫ টি গেজেট নিয়ে কথা বলবো যা ২০১৮ এ আপনার চাই-ই-চাই। কম বাজেটের মধ্যে এই ডিভাইসগুলির মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট টিভি বা ইন্টারনেট সব কিছুকেই অনেক বেশি ইম্প্রুভ করবে।

১ঃ ব্লুটুথ অডিও রিসিভার (Bluetooth Audio Receiver) 

বাসা/বাড়িতে বড় স্পিকার নেই বা লাউড স্পিকারে গান শুনতে পছন্দ কম/বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু আপনার স্পিকারে কি মোবাইল থেকে ওয়ারলেসলি গান বাজানো যায়?  এছারাও এমন অনেক অডিও প্রোডাক্ট আছে যাতে কোন ব্লুটুথ কানেক্টিভিটি থাকে না। হতে পারে আপনার গাড়ির অডিও সিস্টেম অথবা যেকোনো স্পিকার। এই ছোট ডিভাইসটি ব্যাবহার করলে আপনার মোবাইল থেকে খুব সহজেই ব্লুটুথের মাদ্ধমে অডিও ট্রান্সফার করা সম্ভব।

ভিডিওটি দেখলেই আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এই ছোট্ট ডিভাইসটি কত কাজের এবং আপনার স্পিকারকে করবে আরও অনেক বেশি স্মার্ট 🙂

 

বিস্তারিত জানতে বা অর্ডার করতে  ফোন করুনঃ 01789-884477/ 01789-884488.

অথবা  অনলাইন অর্ডার করতে ভিজিট করুন Bluetooth Receiver.

 

২ঃ ওয়াইফাই রিপিটার (Mi Repeater 2):

বাসা কিংবা অফিস WiFi সিগনাল নিয়ে প্রবলেম নেই এমন কাউকে খুঁজে পাউয়া বরই মুশকিল।  আর এর সমাধান করতে গেলে আগের রাউটার বাদ দিয়ে আরও বেশি দামের রাউতার কেনা তাই হয়না বল্লেই চলে। কিন্তু আপনি জানেন কি এখন আপনি চাইলে আগের রাউটার চেঞ্জ না করে সেই রাউটার এর ওয়াইফাই রেঞ্জ আরও বাড়ানো পসিবল? এমনকি আপনি চাইলে তা ১০০০ স্কয়ার ফিট থেকে শুরু করে ৫০০০ স্কয়ার ফিট পর্যন্ত বাড়াতে পারেন।

তাই আপনারও যদি এমন প্রবলেম থাকে যে,  বাসার যে রুমে ওয়াইফাই রাউটার থাকে সে রুমেই ওয়াইফাই রেঞ্জ ভালো পায় তবে কর্নারের রুম অথবা যে যায়গায় আমরা আমাদের ওয়াইফাইয়ের রেঞ্জ আশা করি সেখানে পাওয়া যায় না। কিন্তু আপনি চাইলে এই স্মার্ট ডিভাইসটির মাধ্যমে সেই প্রবলেম খুব সহজেই সল্ভ করতে পারেন। 

এই ডিভাইসটি কি, কিভাবে কাজ করে, কত দুর পর্যন্ত কাজ করে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন-

বিস্তারিত জানতে বা অর্ডার করতে  ফোন করুনঃ 01789-884477/ 01789-884488

অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন Mi Repeater 2

 

৩ঃ ওয়্যারলেস মিনি কীবোর্ড (Wireless Mini Keyboard)

আপনার যদি স্মার্ট টিভি থাকে তাহলে নিশ্চয়ই একবার হলেও ফিল করে থাকবেন যে, রিমোট দিয়ে কিছু টাইপ করা  যে কত ঝামেলার আর সময় সাপেক্ষ। আবার ইউএসবি কিবোর্ড ও ঝামেলার কারণ কেবল অনেক ছোট। সোফা পর্যন্ত আসেই না। তাই যদি মনে হয় যে একটি ছোট খাটো ওয়ারলেস কীবোর্ড থাকলে অনেক ঝামেলা কমে যেত, তাহলে আপনার সেই ভাবনা এখন সত্যি হবে সহজে এবং সাশ্রয়ী মূল্যে 😀 

সময় বড় কীবোর্ড অপারেট করতে ভালো লাগে না আবার অনেক সময় কীবোর্ড এ লাইট থাকলে সুবিধা হতো এমন মনে হয়। আপনি চাইলে এই কীবোর্ড আপনার এন্ড্রয়েড টিভি বক্স এ ব্যাবহার করতে পারবেন। এর বাইরে OTG আছে এমন ফোনেও ব্যাবহার করতে পারবেন।

এই মিনি কীবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে  ফোন করুনঃ 01789-884477/ 01789-884488

অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন Mini Keybaord

 

৪ঃ TX2 এন্ড্রয়েড টিভি বক্স (TX2 Android TV Box)

এই যুগে প্রায় সব বাসায়ই WiFi ইন্টারনেট আছে। একই সাথে টিভি তো আছেই- নতুন কিংবা পুরনো, কিংবা অনেক পুরনো মানে সেই CRT টিভিও (Will need to use a HDMI to AV converter) যদি থাকে তাহলে আপনার বাসার WiFi ইন্টারনেট ব্যবহার করেই আপনার পুরনো টিভি কে Smart Interent  TV তে কনভার্ট করতে পারেন খুব সহজেই। 

আপনার টিভিতে HDMI পোর্ট থাকলে এই ডিভাইসটি ব্যাবহার করে খুব সহজেই আপনার নন স্মার্ট টিভিতে স্মার্ট এন্ড্রয়েড টিভি করে নিতে পারবেন। এর মাদ্ধমে আপনার টিভিতে ওয়াইফাই কানেক্ট করে YouTube, Netflix, ফেসবুক সহ আরও অনেক এপ্স Google Play Store থেকে ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন। 

নিচের এই ভিডিওটি দেখুন তাহলে এই ডিভাইসটি কিভাবে কাজ করে বা কি কি করা যাবে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন।

TX2 Android TV Box সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে  ফোন করুনঃ 01789-884477/ 01789-884488

অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন TX2 Android TV Box.

 

৫ঃ শাওমি ওয়াইফাই রাউটার (Mi Router 3)

অনেকেই ভেবে থাকেন রাউটার একটা হলেই হয়, খালি খালি বেশি টাকা দিয়ে কিনে কি হবে? কিন্তু আপনার এই ধারনাটি যে ভুল তার প্রমাণ একটু পরেই পেয়ে জান। কিভাবে? 

রাউটার কনফিগার করার পর এই রুম থেকে অন্য রুমে গিয়েই দেখেন ২ দাগ এর বেশি নেটওয়ার্ক পায়না। পরের রুমে গিয়ে দেখেন যে ১ দাগ কিন্তু তাউ আসে আর যায়। এতে করে ইন্টারনেট এর বিল ঠিকই দিলেন মাসে মাসে কিন্তু ভালো ভাবে সব রুমে রুমে ব্যবহার করতে পারলেন না। ৩/৪ তা মোবাইল এ কানেক্ট করতে পারলেন ঠিকই কিন্তু দিনে ৪/৫ বার রিস্টার্ট দিতে হয়। ইন্টারনেট এর অফিসে কল ডিলেই বলে “রাউটার রিস্টার্ট দেন” কিছু ক্ষণ চলে আবার সেই আগের অবস্থা। প্রবলেম তা আসলে কোথায় এখন বুঝতে পরেছেন কি?  

রাউটার কখনো কম দামে বা বাজে কুয়ালিটির কিনতে নেই। রাউটার কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হয়- রেঞ্জ কতটুকু, ডুয়াল ব্যান্ড নাকি সিঙ্গেল ব্যান্ড, ওয়াইফাই নেটওয়ার্ক এর সিকুরিটি কেমন ইত্যাদি। সব কিছু মিলিয়ে ৪ এন্টেনার Xiaomi ব্র্যান্ড এর Mi Router 3 একটি অসাধারণ ওয়াইফাই রাউটার।

এই রাউটার অনেক বেশি স্পেশাল কারন এটি আপনি এপ্স এর মাদ্ধমে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আপনার হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ এর মদ্ধে কানেক্ট করে ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যাবহার করতে পারবেন। কে কখন ওয়াইফাই এ কানেক্ট হয়েছে তা খুব সহজেই মোবাইল নোটিফিকেশন এর মাদ্ধমে জানতে পারবেন।

Mi Router 3 সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে  ফোন করুনঃ 01789-884477/ 01789-884488.

অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন Mi Router 3 (official Global Version)

 

আশা করি উপরের এই ৫টি প্রোডাক্ট আপনার টেক লাইফ কে আরও বেশি স্মার্ট এবং ফাস্ট করবে। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে BDSHOP.com সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে এবং ঢাকা এবং ঢাকার বাইরে দ্রুত ডেলিভারি নিশ্চিত করে।  এই প্রোডাক্ট গুলি আমাদের কাছ থেকে কিনতে আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন (01789-884477/ 01789-884488) অথবা সরাসরি আমাদের অফিস এ এসে দেখে নিতে চাইলে একবার কল করে নিচের ঠিকানায় চলে আসুন-

(সপ্তাহে ৭ দিনই খোলা- সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)
BDSHOP.COM
Office: 1104-A & B, Level- 11
Multiplan Center (ECS)- (বাটা সিগনাল এবং সিটি কলেজের মাঝা মাঝি কম্পিউটার মার্কেট)
New Elephant Road, Dhaka- 1205

এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এ আরও নতুন নতুন গেজেটের ভিডিও এবং রিভিউ দেখতে ভিজিট করুন @ https://goo.gl/Ufgcwd