করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য আমরা প্রায় সবাই সতর্ক। সবাই সতর্ক না হলেও সবার উচিত সতর্ক হওয়া। সতর্কতা অবলম্বন করে, আপনি সারাদিন মাস্ক পরে থাকলেন, হ্যান্ড সেনিটাইজার ইউজ করলেন। কিন্তু, আপনার ফোন? আপনার ফোন, ঘড়ি, স্মার্ট ওয়াচ, চার্জার এগুলোতে যে পরিমাণ ভাইরাস থাকবে, তা নিশ্চয়ই আপনাকে ইফেক্ট করার জন্য যথেষ্ট।
তাই আজকে আলোচনা করবো এমন একটি ডিভাইস নিয়ে যেটি আপনার মাস্ক থেকে শুরু করে ফোন, ঘড়ি, স্মার্ট ওয়াচ, চার্জার পর্যন্ত সব কিছুকে ভাইরাস মুক্ত করতে পারবে। মূলত এটিকে স্মার্ট ফোন সেনিটাইজার বলা হলেও, ছোটখাট যেকোন ডিভাইসকে এটি দিয়ে ভাইরাস মুক্ত করা যাবে।
আপনার লাইফ কে আরেকটু টেকনোলজি বেইসড এবং সহজ করে তোলার জন্য বিডিশপ নিয়ে এসেছে স্মারটফোন সেনিটাইজেশন ডিভাইস। চলুন, জেনে নিই কেনো এই ডিভাইস টা আপনার কেনা প্রয়োজন।
এবার আসি সবচে গুরুত্তপুর্ন এবং ইন্টেরেস্টিং পার্ট এ। চলুন কী ফিচার সম্পর্কে জানি।
- মাত্র তিন মিনিটের মধ্যে আপনার ফোনকে স্যানিটাইজ করতে পারবেন।
- যেকোন ফোন বা ছোট ডিভাইস কে স্যানিটাইজ করা যাবে।
- পোর্টেবল হবার কারণে বাসায়, অফিসে কিংবা ট্রাভেলে ইউজ করা যাবে।
- অ্যারোমাথেরাপি ফাংশন এর ব্যাবহার।
- ৬ ইঞ্চি সাইজের যেকোন ডিভাইসের জন্য এপ্লিকেবল।
সো? প্রোডাক্ট টি আপনার কেমন লেগেছে? জানিয়ে দিন আমাদের।
আর দেরি কিসের? ঝটপট অর্ডার করে ফেলুন এই স্মার্ট স্ট্রিপ লাইট টি, স্টক আউট হবার আগেই। অথবা বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন, কিংবা কল করুন আমাদের হট লাইন নাম্বারে 09678-300400 নাম্বারে। তাছাড়া, আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের গ্রুপ ‘BDSHop Club’ আছেই, জয়েন করে ফেলুন।
ওয়েবসাইট থেকে অর্ডার করতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ
BDSHOP.COM
Office: 1104-A & B, Level- 11
Multiplan Center (ECS)
New Elephant Road, Dhaka- 1205
Bangladesh.
Hotline: 09678-300-400