X

How to set time for Casio Dual Time watches

Casio Dual Time Watch

Set time for Casio Dual time Watches [Analog- Digital Watches]

ক্যাসিও ঘড়ি তাদের কুয়ালিটি ও আকর্ষণীয় ডিজাইন এর জন্য পৃথিবী বিখ্যাত। সেই ক্যাসিও ঘড়ির একটি অত্যন্ত জনপ্রিয় সিরিজ হচ্ছে ডুয়াল টাইম অর্থাৎ যাতে ২ টি টাইম সেট করা যায়। এনালগ ও ডিজিটাল ২ টি টাইম। আপনি চাইলে ২ টি আলাদা টাইম জোন হিসেবে সেট করে রাখতে পারবেন। যাদের আত্মীয় স্বজন বা ঘনিস্ট কেউ দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে প্রায়ই ২ টি টাইম মনে রাখার বা হিসাব করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে ঝামেলার কাজ। সেই কাজটি কিন্তু এখন আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। আমাদের BDSHOP.com এ আছে ক্যাসিও এনালগ- ডিজিটাল ঘড়ির এক্সক্লুসিভ কালেকশন। আমাদের কালেকশন দেখতে ভিজিট করুন “Casio Analog- Digital Watches in Bangladesh”.

এই সিরিজ এর প্রায় প্রতিটি ঘড়িতেই ডিজিটাল ও এনালগ টাইম আলাদা আলাদা ভাবে সেট করতে হয়। ডিজিটাল টাইম অনেকেই খুব সহজেই সেট করতে পারলেও প্রবলেম হয় আনালগ টাইম সেট করা নিয়ে কারন এতে সাধারন এনালগ ঘড়ির মত কোন চাবি থাকেনা যা দিয়ে ঘুরিয়ে টাইম টি সেট করে নেবেন। তাই আজ আমরা একটি ছোট ভিডিও এর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো পুর ব্যাপারটি কিভাবে কাজ করে। তার আগে আরেকটু  বলে নেই যে আমরা BDSHOP.com এর পক্ষ থেকে যে ডুয়াল টাইম ঘড়িগুলো সেল করে থাকি তার প্রত্যেকটির সাথেই Casio থেকে দেয়া ক্যাটালগ/ User Guide সাথে দেয়া হয় তাই ক্যাটালগ টি একটু পড়লেই আপনিও টাইম সেট করার পাশাপাশি অন্যান্য ফাংশন ও সহজেই কনফিগার করতে পারবেন।

Casio Analog- Digital Watch Time & Date Configuration:

Zakir Hosen:

View Comments (1)

  • I face this problem long time back and I went back the shop and ask them to set the time and it took 2 hours to reach the store but now I can adjust it myself after watching this video. thanks bdshop.com for helping us.

Related Post