Seflie with Canon DSLR Camera:
কি ব্যাপারটি অদ্ভুত মনে হচ্ছে? আশুন জেনে নেই আসল ব্যাপারটি কি?
DSLR এখন আমরা সবাই চিনি। ভালো মানের ছবি তোলা মানেই DSLR দিয়ে ছবি তোলা। আজকাল অনেকেই DSLR দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুক এ দিচ্ছেন আবার অনেকে আফসোস করছে ইসস আমারও যদি একটি DSLR থাকতো!

DSLR সাইজে বেশ বড় হয় তাই DSLR দিয়ে ভালো ছবি তোলা গেলেও নিজের ছবি তুলতে গেলে অন্য কারও সাহায্য নিতে হয়। নিজে নিজের ছবি তোলা খুব কষ্টসাধ্য আবার অনেক সময় তা হয়েও ওঠেনা তাই সচরাচর দেখা যায় যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের নিজেরই সুন্দর ছবি খুব কম। সে হয়ত অনেক ভালো ছবি তুলে দিচ্ছে অন্যদের কিন্তু নিজের ছবি তোলার লোক নেই। কেউ কেউ আয়ানার সামনে গিয়ে নিজেই নিজের ছবি তলে DSLR কামেরা দিয়ে। অন্য কাউকে দিয়ে যে তোলাবেন সেখানেও সমস্যা, অনেকেই DSLR ক্যামেরা কিভাবে চালাতে হয় সেটিও হয়ত জানেননা। যেখানে প্রবলেম এর সৃষ্টি সেখান থেকেই তার সমাধান এর পথও বের হয়।
কিন্তু ভাবছেন আসলে কিভাবে হবে তাইতো? খুব সিম্পল যদি আপনার DSLR টিকে একটি Tripod এ দার করিয়ে দূরে থেকে রিমোট দিয়ে ছবি তোলেন তাহলেই তো সমস্যার সমাধান তাইনা? এক্ষেত্রে ট্রাইপড না থাকলে অন্য কিছুর সাথে রেখেও ছবি তুলতে পারেন, প্রয়োজন হলে অন্য কারও হাতে ( যে DSLR Camera চালাতে পারেনা) রেখেও কাজটি সারতে পারেন। মুল কথা হল আপনার চাই একটি DSLR Camera Remote.

এ জন্যই বিশ্বখ্যাত Phottix কোম্পানি নিয়ে এসেছে DSLR এর জন্য ওয়ারলেস রিমোট যা দিয়ে আপনি খুব সহজেই কামেরাকে ট্রাইপড কিংবা টেবিল এর উপরে রেখেও ছবি তুলতে পারবেন খুব সহজে। পরিবারের সবার সাথে এখন থেকে আপনি আর বাদ পরবেন না। আসা করি যাদের DSLR আছে বা যারা কিনব কিনব ভাবছেন তাদের অনেক কাজে লাগবে।
এই Canon DSLR Camera Remote এখন বাংলাদেশই পাউয়া যাচ্ছে। আপনি চাইলে ঘড়ে বসেই অর্ডার করতে পারেন আমাদের BDSHOP.com থেকে। আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি। এই প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে ও কম্প্যাটিবল Canon Camera লিস্ট দেখতে ভিজিট করুন http://bdsp.pw/DSLR-remote। আরও কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।