বৈশাখী কুইজের ৪র্থ পর্বের Winner ছিলেন Tasnuva Sharmin এবং তার পক্ষে পুরস্কারটি গ্রহন করতে আমাদের অফিস এ এসেছিলেন তার বড় ভাই ” রেজাউল করিম” সাহেব। তাকে অনেক অনেক অভিনন্দন এবং কষ্ট করে আমাদের অফিস এ এসে BDSHOP.com এর পক্ষ থেকে এই ছোট্ট একটি পুরস্কার গ্রহনের জন্য। আসা করি গিফটটি পেয়ে যতটুকু খুশি অনার মুখে দেখেছি তার চাইতে বেশি খুশি হবেন সত্যিকারের জিনি বিজয়ী। আমাদের অন্য বিজয়ীদের কাছ থেকে এখনও কোন ছবি আমরা পাইনি। কিছু গিফট অলরেডি তাদের হাতে পৌঁছে গেছে। আমরা তাদের ছবির জন্য অপেক্ষা করছি। ছবি পেলেই আমরা আমাদের ব্লগ বা ফেসবুক এ পোস্ট এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব।
আমাদের এই ইভেন্ট এ অংশগ্রহণকারী সবাইকে আবারো অনেক অনেক সুভেচ্ছা ও অভিনন্দন।