Boishakhi Gift Quiz- 07
বৈশাখী কুইজের আজকের বিষয়টি খুব এ সহজ। একটি প্রশ্ন করা হবে তার সঠিক উত্তর এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে হবে। সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্ভুল ও নিরপেক্ষ অনলাইন লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীকে অবশ্যই রেজাল্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আমদের ফেসবুক পেজ এ প্রাইভেট মেসেজ এর মাধ্যমে তার নাম ঠিকানা আমাদের জানাতে হবে। তারপর আমদের পক্ষ থেকে ফোন করে বিজয়ীকে গিফট আমাদের অফিস থেকে গ্রহনের সময় জানানো হবে। আমাদের বৈশাখী কালেকশন দেখতে ভিজিট করুন http://www.bdshop.com/boishakhi-collection

আজকের বৈশাখী কুইজ এর প্রশ্ন হচ্ছে-
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
………
বলতে হবে এই বিখ্যাত কবিতাটি কার লেখা?
[নাম বাংলা বা ইংরেজিতে লেখা যাবে]
আমাদের Boishakhi Quiz এর আগের পর্বগুলোর বিজয়ীদের লিস্ট ও বিজয়ী নির্বাচন পদ্ধতি দেখতে নিচের লিংকগুলো দেখতে পারেন।