BDSHOP.com Join e-Cab

e-cab logo

আজ ফেব্রুয়ারীর ১০, ২০১৫  তারিখ আজ আমরা BDSHOP.com ই-ক্যাব এর মেম্বার হলাম। এর জন্য প্রয়োজন ছিল বেশ কিছু ডকুমেন্টস। আর ই-ক্যাব এর মেম্বার মানেই কিছু এক্সট্রা ক্রেডিটিবিলিটি তাই সকল কাগজপত্র জমা দিয়ে মেম্বার হয়ে গেলাম। মেম্বার হতে কি কি লাগে তার একটি লিস্ট নিচে দেয়া হল-

১। Valid Trade Licence:

ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে। ঢাকায় হলে, ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে ট্রেড লাইসেন্স আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে লোকাল সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে  হতে নিতে পারেন। এক্ষেত্রে খরচ ৫ হাজার থেকে ৮ হাজার টাকা লাগতে পারে ( যদিও সরকারি রেট এত না )।

২। TIN Certificate:

Tax Payer’s Identification Number (TIN) যেটি টিন সারটিফিকেট যা  NBR দিয়ে থাকে। আগে এটি ম্যানুয়াল থাকলেও এখন অনলাইন এই TIN Certificate দিয়ে থাকে। অনলাইন এ TIN Certificate এর জন্য এখানে আবেদন করতে পারেন।

৩। Valid National ID Card:

ই-ক্যাব এর মেম্বার হতে গেলে যিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তার ভ্যালিড বাংলাদেশী ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে।

৪। Physical Office/ Showroom:

আরেকটি প্রয়োজনীয়তা হল আপনার অফিস বা শরুম থাকতে হবে। তবে কোন কোন ক্ষেত্রে নিজ বাসাতেও অফিস করেও ই-ক্যাব এর মেম্বার হতে পারেন। এক্ষেত্রে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস সেটি প্রায় সবারই জানা।