বাচ্চাদের ডায়াপার/প্যাম্পারস পাড়ানো কি ভালো?

Baby Diapers

বাচ্চাদের ডায়াপার/প্যাম্পারস পাড়ানো কি ভালো না খারাপ?

 সোনামণির সুস্বাস্থ্য নিয়ে প্রত্যেক মায়েরাই সচেতন থাকার চেষ্টা করেন। এখন এই সময় ঘড়ে বাইরে সবাই অকে বাস্ত যার জন্য সবাই চায় কিভাবে বাচ্চার জন্য সবচাইতে ভালো কিন্তু কম সময়ে পরিস্কার পরিছন্ন রাখা যায়। আর তাই এখন প্রায় সবাই কম বেশি ডায়াপার ব্যাবহার করে থাকেন কিন্তু অনেক মায়ের মনেই এই প্রশ্ন আসে যে তার সোনামণির জন্য ডায়াপার/প্যাম্পারস পরানো ভালো কি মন্দ। এই ব্যাপারে কিছু নিয়ম মেনে চলে এবং ভালো মানের ডায়াপার যদি আপনি ব্যাবহার করতে পারেন তাহলে বাঁচাদের জন্য ডায়াপার ব্যাবহারে কোন সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এর সুফল পেতে পারেন। মায়েরা সাধারণত বাইরে যাবার সমায় বাচ্ছাদের ডায়াপার পড়িয়ে থাকে। কেও কেও রাতে বাচ্চাকে ঘুমানোর সময়ও ডায়াপার পড়িয়ে থাকে। যে যখন যে ভাবেই পরাই না কেন একটা দিকে খেয়াল রাখতে হবে যদি ভালো মানের ডায়াপারও হয় তাহলেও যেন ১ ডায়াপার এ ১২ ঘণ্টার বেশি পরানো না থাকে। আর যদি অপেক্ষাকৃত কমদামের ডায়াপার হয়ে থাকে তাহলে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যেই ডায়াপার পরিবর্তন করে ফেলতে হবে। আর বাচ্চা যদি পটি করে তাহলে তা যত তারাতারি সম্ভব পরিবর্তন করে দিতে হবে এবং সেক্ষেত্রে ঘণ্টা কোন ফ্যাক্টর নয়।

Pampers in Bangladesh
Pampers in Bangladesh

অনেক মা ২৪ ঘণ্টাই বাচ্চাকে ডায়াপার পড়াতে পছন্দ করেন, তাদের জন্য কয়েকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে-

১। ডাইপার বেশি টাইট করে পড়ানো যাবে না

২। ১২ ঘণ্টার মধ্যেই পরিবর্তন করে দিতে হবে (যদি পটি করে তাহলে সাথে সাথেই পরিবর্তন করতে হবে)

৩। বাচ্চা পটি করলে যত তারাতারি সম্ভব পরিবর্তন করা

৪। ডাইপার পরিবর্তন করার সময় প্রতি বার চেক করে দেখতে হবে কোন রাসেস হয়েছে কিনা। যদি কোন রাসেস দেখা যায় তাহলে যত তারাতারি সম্ভব সেখানে এন্টিসেপ্টিক বা ডাইপার ক্রিম ব্যাবহার করা এবং কিছু সময় ডাইপার না পড়ানো ।

৫। আরেকটি বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হল একটা ভালো মানের ডাইপার পড়ানো। সস্তা এবং নিম্ন মানের ডাইপার আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারক হতে পারে। বাজারে যত ব্রান্ডের ডাইপার পাওয়া যায় তার মধ্যে কিছু ভালো ও উন্নত মানের ডায়াপার হল প্যাম্পারস, হাগিস , মলফিক্স ইত্যাদি। আমাদের BDSHOP.com এ উন্নতমানের সৌদি আরবের তৈরি অরিজিনাল প্যাম্পারস ও ওয়িপ পাউয়া যায়। আপনি চাইলে আমাদের কালেকশন থেকে অর্ডার করে দেশি ডায়াপার ও অরিজিনাল প্যামপারস এর পার্থক্য নিজেই যাচাই করতে পারবেন।

ডায়াপার ২ প্রকারের পাওয়া যায়। ব্যবহার এর সুবিধার জন্য এবং পটি পরিষ্কার করার সুবিধার জন্য বেল্ট সিস্টেমই ভালো। তবে অনেকেই আবার প্যান্ট সিস্টেম ও পছন্দ করে থাকেন।

অনেক বাচ্চারা ডায়াপার পড়তে চায়না এর কিছু কারনের মধ্যে উল্লেখযোগ্য-

১। ডায়াপার পরলে গরম লাগে, তাই যদি গরমের দিন হয় তাহলে বাচ্চারা ডায়াপার পড়তে পছন্দ নাউ করতে পারে।

২। রঙ বা গন্ধ পছন্দ না হলেও পড়তে চায়না।

৩। ডায়াপার ভালো মানের না হলে লিকুইড শুষে নিতে পারেনা তাই বাচ্চাদের

পরিশেষে, বাচ্চাদের যেকোনো খেলনা বা কাপড় বা ডায়াপার সবই হউয়া চাই বাচ্চাদের মতই সুন্দর ও কালারফুল তাই বাচ্চাদের কালারফুল ও কার্টুন সহ ডায়াপার পরাতে পারেন তবে চেষ্টা করবেন একটু ন্যাচারাল ভাবে যাতে বাচ্চারা বেড়ে উঠতে পারে। প্যাম্পেরস যাতে তাদের জন্য বিরক্তির ব্যাপার না হয়ে দাড়ায়।