২১ শে ফেব্রুয়ারী ২০১৫ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঢাকার মোহাম্মাদপুরের আর্ট গ্যালারি আর তাতে স্পন্সর হই আমরা BDSHOP.com
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ এ ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি । রফিক, জব্বার, বরকত, শফিক, সালাম আরও নাম না জানা অনেকের প্রতি আমাদের শ্রদ্ধা স্বরূপ এই ক্ষুদ্র প্রয়াস। নতুন প্রজন্মের কাছে তাদের আত্মদানের ইতিহাস তুলে ধড়ার এই মহত প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমরা সত্যিই গর্বিত। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০০ অধিক কিশর, কিশোরী আসে তাদের মনের কথাগুলি নরম হাতে রংতুলিতে ফুটিয়ে তুলতে। মনের ভাব রংতুলিতে প্রকাশ করা সত্যিই অনেক কঠিন কিন্তু কি সুন্দর করে এই মাসুম বাচ্চাগুলি তাদের মনের কথাগুলি, গল্পে শোনা ইতিহাসকেই যেন আজ ফুটিয়ে তুলতে ব্যাস্ত।