প্রথম পর্ব মিস করে থাকে দেখুন এখানে ।
কয়েক প্রজন্ম টিকে থাকার মত একটি ঘড়ি পছন্দ করা
একজন ঘড়ি সংগ্রাহক কোন একটি মুল্যবান ঘড়ি কেনার সিদ্ধান্ত নেবার আগে তার ডিজাইন, হাই এন্ড ব্রান্ডস ও মেকানিকাল টাইম পিস দেখে থাকে ।
সাধারন নকশা | একটি মৌলিক নকশার একটি ঘড়ি একজন ব্যাভহারকারি যেকোন পোশাকের সাথেই পড়তে পারেন। এটি একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের মানুষের পোশাকের সাথেও মানিয়ে যাবে। মুলত একটি সাধারণ নকশার ঘড়ি অনেক বছর ধরেই ভক্তদের নজর কাড়বে। |
হাই এন্ড ব্রান্ড | অধিকাংশ ক্ষেত্রেই একটি হাই এন্ড উৎপাদনকারিদের বানানো ঘড়ি বেশি মর্যাদা পেয়ে থাকে। সময়ের সাথে সাথে একটি গুনগতমান সম্পন্ন ঘড়ি বিরল হয়ে যেতে থাকে। এর বাইরে ,গতানুগতিক নয় এমন পণ্য সব সময়ই অনেক মুল্যবান । |
মেকানিক্যাল টাইমপিস | সংগ্রহে রাখার জন্য কোন ঘড়ি কিনতে চাইলে অবশ্যাই মেকানিকাল ঘড়ি কিনুন। ব্যাটারি – পাওয়ারড কোয়াটজড মডেল এড়িয়ে যাওয়াই ভাল । |
একজন সংগ্রাহকের কোন একটি এন্টিক বা ভিন্টেজ ঘড়ি কেনার পর সঠিক উপায়ে তাদের যত্ন নিতে হবে । ২৪ ঘণ্টাতে একবার উন্ডীং করতে হবে। আর অবশ্যই প্রতিদিন ঠিক একিই সময়ে উন্ডিং করতে হবে। পেছনের অংশ খোলা উচিত হবে না, তবে নড়া চড়া করে এমন অংশগুলোতে যদি বালি বা অন্যান্য কিছু প্রবেশ করে তবে খোলা যেতে পারে। একজন সংগ্রাহক একটি ঘড়ি সংগ্রহ করার পর তার উচিত মাজে মাজে সে ঘড়িটি হাতে পরা যাতে করে শরীরের তাপমাত্রা ও পরার অভ্যাস ঘড়িটিকে সঠিক সময় দিতে সাহায্য করে। প্রতি ১২ থেকে ১৮ মাসে একবার ভিন্টেজ বা এন্টিক ঘড়িতে তেল ব্যাবহার করতে হবে। ক্ল্যাসিক রিস্ট ওয়াচের ক্ষেত্রে ১০ মাস অন্তর অন্তর তেল ব্যাবহার করা উচিত। রুটিন রক্ষণাবেক্ষণের জন্য একজন বিশ্বাসী জুয়েলারের কাছে ঘড়ি নেয়া উচিত ।
পরিষ্কার করা ও তেল দেবার সময় একজন অভিজ্ঞ জুয়েলার নড়া চড়া করে এমন অংশগুলো আলাদা করে ধুলো ,কাদা ,নষ্ট তেল অপসারণের জন্য ভেতরের যন্তাংশগুলোকে ধুয়ে দিবে। একটি ঘড়ির ভেতরের অংশে থাকে স্ক্রু, চাকা, এবং ব্যালেন্স ম্যাকানিজম। পুরনো তেল বা ময়লা পরিষ্কার করার পর ভেতরের অংশগুলো সাবান দ্রবন এবং সায়ানাইড দিয়ে ধুয়ে দিতে হবে। তাদেরকে আবার ও সাবান ও পানি দিয়েও ধোয়া উচিত। সব অংশ জুড়ে দেবার আগে জুয়েলার অংশগুলোকে এলকোহল দিয়ে আলতো করে ধুয়ে শুকাবেন। জুয়েলার ব্যাবহারকারির ধরন অনুযায়ী ক্লাসিকের ঘড়ি রেগুলেট করবেন।