Make normal TV into Smart TV

Smart TV
যাদের কাছে ১০/১৫ বছরের পুরনো কিংবা মোটামুটি নতুন কিন্তু আধুনিক স্মার্ট টিভি না তাদের জন্যই এই লেখা।  আপনি আপনার টিভি যেভাবে আছে সেভাবেই ব্যাবহার করতে পারেন আবার চাইলে কিছু টাকা খরচ করলে পুরনো টিভি তেই আধুনিক স্মার্ট টিভির স্বাদ পেতে পারেন। আসুন তাহলে জেনে নেই আপনার সামনে কি কি পথ খোলা আছে Normal TV কে Smart TV বানানোর জন্য। 
তার আগে আসুন একটু জেনে নেই একটি টিভিতে কি কি সুবিধা থাকলে কোন টিভি কে আমরা স্মার্ট টিভি বলতে পারবো।
১. ইন্টারনেট কানেকশন এর অপশন থাকতে হবে
২. বিভিন্ন জনপ্রিয় অ্যাপ যেমন- YouTube, Netflix, Hulu, HBO Go, BBC সহ অন্যান্য ভিডিও, নিউজ, স্পোর্টস দেখার সুবিধা।
৩. ইন্টারনেট ব্যাবহার করে বিভিন্ন সোসিয়াল মিডিয়া ব্যাবহার এর সুযোগ। যেমন- Facebook, Twitter, Google+, LinkdIn etc.
৪. এছাড়াও- Screen Casting/ Screen Mirroring, Games, Skype ইত্যাদি ফাংশনও অনেক স্মার্ট টিভিতেই দেখা যায়।
একটি কথা আমাদের সব সময়ই মনে রাখতে হবে যে, বিশেষত টেকনোলজি প্রোডাক্ট এর ক্ষেত্রে কোন একটি ডিভাইস থেকে সব সুবিধা কখনই পাউয়া যাবেনা। একটি ডিভাইস এ অনেক সিবিধা পাউয়া গেলেও অনেক ফাংশনই হয়ত আবার সেটি সাপোর্ট করে না। তাই বেষ্ট অপশন হল আপনার চাহিদা এবং প্রাইওরিটি অনুযায়ী ডিভাইস কেনা। আর এই ক্ষেত্রে যেসব ডিভাইস ভবিষ্যতে আপগ্রেড করার সুবিধা আছে সেই ধরনের প্রোডাক্ট কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে।

বুঝার সুবিধার্থে নরমাল টিভি কে আমরা  ২ ভাগে ভাগ করে নেই। যেমন-

১. সিআরটি টিভি (CRT TV)

এই টিভি গুলি অনেক পুরনো টেকনোলজির মানে কারো কাছে ২০/৩০ বছরের পুরনো টিভিও থাকতে পারে। আর চেনার উপায় হল অনেক বড় এবং পেছনের  অংশ অনেক বড়। এই টিভিগুলিতে HDMI port থাকেনা। তাই AV (Audio Video) পোর্টই একমাত্র ভরসা। আমরা এই পোষ্টের শেষের দিকে আরও জানবো কিভাবে CRT TV কে স্মার্ট টিভি বানানো যায়।

২. এলসিডি/ এলইডি টিভি (LCD/ LED TV)

এই টিভি গুলি মোটামুটি আধুনিক তবে স্মার্ট টিভি না। এতে USB port & HDMI Port থাকে। আর নরমাল টিভি কে স্মার্ট টিভি বানাতে HDMI port থাকা মানেই ৮০% কাজ সহজ হয়ে গেলো। এক্ষেত্রে যেকোনো ব্র্যান্ড বা যেকোনো সাইজ এরই হতে পারে।  HDMI পোর্ট খুবই সলিড একটি টেকনোলজি তাই যেকোনো ব্র্যান্ড এর  ডিভাইস এর সাথেই কাজ করে কোন ঝামেলা ছাড়াই।
আসুন এবার দেখি নরমাল বা নন স্মার্ট টিভি কে স্মার্ট টিভি বানানোর জন্য কি কি ডিভাইস বর্তমানে বাংলাদেশে পাউয়া যাচ্ছে-
১. Google Chromecast
Google Chromecast 2– Price 4500 Taka.
2. Android TV Box
Android TV Box– Price 4500 To 5500 Taka
3. Apple TV
Apple TV 4th Generation 32GB– Price 19,000 Taka
উপরের এই ৩ টি ডিভাইসই এখন বাংলাদেশে পাউয়া যায় এবং দাম ৪৫০০ টাকা থেকে ২০০০০ টাকার মধ্যে। সুবিধা ও বাজেট অনুযায়ী আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।
আপনার যদি LED/LCD টিভি সাথে HDMI port সহ টিভি থাকে সেক্ষেত্রে কোন আলাদা ডিভাইস ছাড়াই সরাসরি এই স্মার্ট ডিভাইস গুলি HDMI পোর্ট এ লাগালেই আপনার টিভি স্মার্ট টিভির অধিকাংশ ফাংশন পেয়ে যাবেন। আর যদি আপনার পুরনো CRT টিভি হয় তাহলে আরও একটি আলাদা ডিভাইস যাকে HDMI to AV কনভার্টার বলে সেই ডিভাইস লাগাতে হবে। তাহলেই আপনার আগের পুরনো টিভি কে ফেলে না দিয়ে বা তাকে দিয়েই অনেক আধুনিক স্মার্ট টিভি এর মতই ব্যাবহার করতে পারেন।